রাঙ্গামাটিতে গাউছিয়া কমিটির ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে গাউছিয়া কমিটির ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত

১২ রবিউল আউয়াল বিশ্বমানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামিন হযরত রাছুলে করিম (দঃ) পৃথিবীতে শুভাগমন উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলা উপজেলা পৌর সদর ওয়ার্ড কমিটি সকল পীরভাইদের সার্বিক সহযোগিতায় এক বিশাল জশনে জুলুছের বর্ণাট্য র‌্যালি অনুষ্ঠিত হয়।
পবিত্র জশনে জুলুুছে ঈদ এ মিলাদুন্নবী (দঃ) মাহফিল রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আল্লামা আলহাজ্ব হাফেজ নজরুল ইসলাম নঈমীর সভাপতিত্বে জশনে জুলূছের উদ্ভোধন করেন প্রবীন আলেমেদ্বিন অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব কাজী নুরুল আলম হেজাজী, পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) জুলুছের তাৎপর্য ও গুরুত্ব উপর তকবীর করেন বনরূপা জামে মসজিদের খতিব আল্লামা রফিকুল ইসলাম আশরাফী ছাহেব, বাংলাদেশ ইমাম সমিতি রাঙ্গামাটি জেলার সেক্রেটারী আল্লামা ক্বারী মুহাম্মদ ওসমানগণী চৌধুরী, কাঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ সেকান্দর হোসেন রেজভী, ও পুরাতন বাসষ্টেশন জামে মসজিদের খতিব আল্লামা জসিম উদ্দিন নূরী, শান্তিনগর জামে মসজিদের খতিব মাওঃ শফিউল আলম আলকাদেরী, তৈয়বিয়া ইউছুফ আলী জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ ওমর ফারুখ ফোরকানী, পুরান পাড়া জামে মসজিদের খতিব মাওঃ আবদুল মালেক তাহেরী, মাওঃ সেলিম উদ্দিন, মাওঃ জসিম উদ্দিন,গাউছিয়া কমিটি জেলা পৌর সদর সকল কমিটির কর্মকতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাজী মোহাম্মদ আলাউদ্দিন, র‌্যালী কমিটির আহবায়ক মোঃ মমতাজ মিয়া, আলহাজ্ব মাহবুব এলাহি শিকদার, সেক্রেটারী হাজী হবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ আকবর আলী, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ হোসেন, সদর উপজেলার সভাপতি মোহাম্মদ নুর হোসেন, সচিব মাওঃ নুরুল আজিম, হাজী আবু তাহের, হাজী নিজাম উদ্দিন, হাজী মুছা, হাজী আহমদ হোসেন, মোহাম্মদ হারুন সওদাগর।
জুলুছের অদ্রভাগের ছিল বিশাল মোটর সাইকেলের বহর, কলমা কচিত পতাকা হাতে হাজার হাজার মুসল্লিরা জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবীতে অংশগ্রহণ নেয়।
রাঙ্গামাটির সকল সুন্নী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। জুলুছটি রাঙ্গামাটি শহরের পেশ ক্লাব উন্নয়ন বোর্ড পুরাতন বাস স্টেশন, ফিসারীঘাট, রাঙ্গামাটি পৌরসভা, কাঠালতলী সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা জামে মসজিদের এসে মিলাদ কিয়াম, মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিশ্বমানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামিন হযরত রাছুলে করিম (দঃ) আদর্শে আদর্শিত হয়ে দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস দুর করতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানিযেছেন বক্তারা।
পরে মোনাজাতে দেশও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করার মাধ্যমে র‌্যালীর আনুষ্ঠানিকতা শেষ হয়।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31