রাঙ্গামাটিতে ‘যখন তুমি এলে’ বই এর মোড়ক উন্মোচনে বক্তারা
কবি ফখরুজ্জামানের বইটিতে লেখনি শক্তি
অসাধারন, যা সকলের হৃদয় ছুঁয়ে যাবে
নবীন কবি ফখরুজ্জামানের কবিতা “যখন তুমি এলে”-বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি শিল্পকলা একাডেমীতে বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু শাহেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই এর মোড়ক উন্মোচন করেন।
কবি ফখরুজ্জামান এর কবিতার বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাংবাদিক দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক মোহাম্মদ ছালাহ উদ্দিন, রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, ২১শে পদক প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক মংছেনচীং মংছিন, রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক মুজিবুল হক বুলবুল ও দাঁড়িকমা প্রকাশনীর প্রকাশক আব্দুল হাকিম নাহিদ।
কবিতা বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি ফখরুজ্জামানের বইটিতে প্রথম কবিতার বই পাঠে বোঝা যায়না এটা তার প্রথম বই। বইটিতে লেখনি শক্তি অসাধারন, যা সকলের হৃদয় ছুঁয়ে যাবে। কবিতা বইতে প্রেম, বিরহ, ভালবাসা, বিপ্লব, বিদ্রোহ, অন্যায়ের প্রতিবাদ সকল বিষয়ে নিরীক্ষাধর্মী ব্যঞ্জনা কবিতাগুলোকে শিল্পোত্তীর্ণ করে তুলেছে।
এই বইয়ের প্রত্যেকটি কবিতা আমাদেরকে আলাদা একটি কাব্য ভাষার সাথে পরিচয় করে দেয়। যে ভাষা প্রেমের, ভালোবাসার, বিরহের, প্রতিবাদের, বিপ্লবের। যা সত্যিই আগুন হয়ে জ্বলে উঠতে সাহস যোগাবে, আলোকিত হতে প্রেরনা দেবে। ‘যখন তুমি এলে’ বইতে যেসব কবিতা রয়েছে তা হাজার বছর বাঁচিয়ে রাখবে কবিকে।
“যখন তুমি এলে” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক লিটন দে। বই এর মোড়ক উন্মোচন জেলার বিশিষ্ট ব্যক্তি ও শিল্পকলা একাডেমীর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।