রাঙ্গামাটি প্রেসক্লাবের নির্বাচনে রুবেল সভাপতি,আনোয়ার সাধারণ সম্পাদক,অলি আহম্মেদ সহ-সভাপতি নির্বাচিত

রাঙ্গামাটি প্রেসক্লাবের নির্বাচনে রুবেল সভাপতি,আনোয়ার
সাধারণ সম্পাদক,অলি আহম্মেদ সহ-সভাপতি নির্বাচিত

রাঙ্গামাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল সভাপতি এবং স্থানীয় দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি আনোয়ার আল হক সাধারণ সম্পাদক ও ইউএনবির রাঙ্গামাটি প্রতিনিধি অলি আহম্মেদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
গতকাল সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী ও নবনির্বাচিত সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
এরপর বিকালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরা হলেন সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ আলী ও চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি শামসুল আলম। সাধারণ সম্পাদক পদে আনোয়ার আল হক ও মোঃ ইলিয়াস প্রতিদ্বন্ধিতা করেন। সহ-সভাপতি পদে সহ-সভাপতি পদে অলি আহমদ ও বিটিভি প্রতিনিধি মোস্তফা কামাল একে অপরের প্রতিদ্বন্ধিতা করেন।
সভাপতি পদে সাখাওয়াৎ হোসেন রুবেল ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ আলী ৪ ভোট ও চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি শামসুল আলম ৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়েছে এতে আনোয়ার আল হক ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ ইলিয়াস পেয়েছেন ৭ ভোট। সহ-সভাপতি পদেও হাড্ডাহাড্ডি লড়াই হয় সহ-সভাপতি পদে অলি আহমদ ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধি বিটিভি প্রতিনিধি মোস্তফা কামাল পেয়েছেন ৭ ভোট।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আইসিডিপির মোঃ জানে আলম এবং মিন্টু চাকমা।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31