সাজেকের রিজার্ভ ফরেষ্ট থেকে কাঠ পাচারকালে সেনাবাহিনীর
অভিযানে ৩লক্ষাধিক মূল্যের সেগুন কাঠ আটক
॥ মোঃ জুয়েল, সাজেক ॥ রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার সাজেকের রিজার্ভ ফরেষ্ট এলাকা থেকে কাঠ পাচার কালে সেনাবাহিনীর অভিযানে ৩ লক্ষাধিক মূল্যের সেগুন কাঠ আটক।
সোমবার সকাল ১০টার দিকে সাজেকের টাইগার টিলা ও আসেপাশের এলাকা থেকে বাঘাইহাট রিজার্ভের কাঠ পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মঈনুল ইসলাম (পিএসসি) নেতৃত্বে একটি টহল টিম সেখানে গিয়ে ১৩৪ টুকরা সেগুন গোল কাট ও ৭টুকরা রদ্দা মোট ১৭৭ ঘন ফুট কাঠ আঠক করে, এসময় কাউকে আটক করতে পারেনি। বিকেলে সেনাবাহিনী আটক কৃত কাঠ বাঘাইহাট রেন্জ কর্মকর্তা সৈয়দ গোলাম সাহিদ’র নিকট হসতান্তর করেন ।
এবিষয়ে বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা সৈয়দ গোলাম সাহিদ জানান, রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধ কাঠ পাচার রোধ করতে সেনাবাহিনীর সহায়তায় বন-বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।