শিরোনাম
প্রচ্ছদ / তৃণমূল / সাজেকের রিজার্ভ ফরেষ্ট থেকে কাঠ পাচারকালে সেনাবাহিনীর অভিযানে ৩লক্ষাধিক মূল্যের সেগুন কাঠ আটক

সাজেকের রিজার্ভ ফরেষ্ট থেকে কাঠ পাচারকালে সেনাবাহিনীর অভিযানে ৩লক্ষাধিক মূল্যের সেগুন কাঠ আটক

সাজেকের রিজার্ভ ফরেষ্ট থেকে কাঠ পাচারকালে সেনাবাহিনীর
অভিযানে ৩লক্ষাধিক মূল্যের সেগুন কাঠ আটক

॥ মোঃ জুয়েল, সাজেক ॥ রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার সাজেকের রিজার্ভ ফরেষ্ট এলাকা থেকে কাঠ পাচার কালে সেনাবাহিনীর অভিযানে ৩ লক্ষাধিক মূল্যের সেগুন কাঠ আটক।
সোমবার সকাল ১০টার দিকে সাজেকের টাইগার টিলা ও আসেপাশের এলাকা থেকে বাঘাইহাট রিজার্ভের কাঠ পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মঈনুল ইসলাম (পিএসসি) নেতৃত্বে একটি টহল টিম সেখানে গিয়ে ১৩৪ টুকরা  সেগুন গোল কাট ও ৭টুকরা রদ্দা মোট ১৭৭ ঘন ফুট কাঠ আঠক করে, এসময় কাউকে আটক করতে পারেনি। বিকেলে সেনাবাহিনী আটক কৃত কাঠ  বাঘাইহাট রেন্জ কর্মকর্তা সৈয়দ গোলাম সাহিদ’র নিকট হসতান্তর করেন ।
এবিষয়ে বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা সৈয়দ গোলাম সাহিদ জানান, রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধ কাঠ পাচার রোধ করতে সেনাবাহিনীর সহায়তায় বন-বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …