শিরোনাম
প্রচ্ছদ / বান্দরবান / বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান

বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান

বান্দরবানে  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান
বান্দরবানে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বান্দরবান ট্রাস্টের তহবিল হতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা  অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা প্রশাসকের সহকারী  কমিশনার চৈতী সর্ববিদ্যার সঞ্চালনায়  জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন উদয় শংকর চাকমা, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য  মো. শফিকুর রহমান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ,উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী, বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার জেলা শিশু বিষয়ক র্কমকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি,জেলা মহিলা বিষয়ক র্কমর্কতা সুষ্মিতা খীসা প্রমুখ। আলোচনা সভায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জাতিকে মেধা শূন্য করার জন্য ৭১ এ বুদ্ধিজীবীদের  হত্যা করা হয়েছে। এইদিন শিক্ষাবিদ,গবেষক.প্রকৌশলী,চিকিৎসক,সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের  হত্যা করে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দ্রুত সময়ে রাজাকারদের বিচার করছে। সরকার দারিদ্র মুক্ত বাংলাদেশ করার মধ্যদিয়ে বাংলাদেশ কে মধ্যম আয়ের দেশে পরিণত করছে। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের সফলতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য পাঠ্যপুস্তক বিতরণ করছে। নি¤œ মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য শিক্ষা বৃত্তি প্রদান করছেন।  সূত্রে জানা যায়,বান্দরবান ট্রাস্টের তহবিল হতে দরিদ্র ও মেধাবী ১৮৫জন শিক্ষার্থীকে ৫ লাখ ৮৫ হাজার টাকা  শিক্ষাবৃত্তি বিতরণ ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর স্বেচ্ছাধীন তহবিলের ১২জনকে ১ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখা কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

পড়ে দেখুন

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

॥ ডেস্ক রিপোর্ট ॥ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের …