আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রখ্যাত আলেমদ্বীন, উপমহাদেশের শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলার সাবেক সভাপতি আল্লামা জাফর আহমদ বদরী (৭৪ বছর) গতকাল ২১ জানুয়ারী শনিবার রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ইন্তেকালের সময় তিনি ৩ পূত্র, ২ কন্যা , স্ত্রীসহ লক্ষ লক্ষ ভক্ত-আশেক রেখে যান। তাঁর ইন্তেকালে দেশজুড়ে সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আজ ২২ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় চট্টগ্রাম বায়েজীদ থানাস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় ইমামতি করেন ইমামে আহলে সুন্নাত, শায়খুল ইসলাম আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (ম.জি.আ)। নামাযে জানাযার পূর্বে আল্লামা জাফর আহমদ বদরীর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আব্দুচ সামাদ, আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরীকত আবুল কাশেম নূরী, পীরে তরীকত শামসুদ্দৌহা বারী, পীরে তরীকত ছাদেকুর রহমান হাশেমী ।
উপস্থিত ছিলেন এবং শোক প্রকাশ করেছেন- আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন, সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, আহলে সুন্নাত মহাসচিব সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌল্লাহ, অধ্যক্ষ আল্লামা সোলাইমান আনসারী, আল্লামা সৈয়দ অছিউর রহমান কাদেরী, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, আল্লামা আনিসুজ্জামান আলকাদেরী, মুফতি ইব্রাহিম আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা মহি উদ্দীন হাশেমী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, সম্পাদক মাস্টার আবুল হোসাইন, উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়্যব আলী, সম্পাদক পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এম এন ইসলাম জিহাদী, সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন আলকাদেরী, মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল, সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, হালিম-লিয়াকত স্মৃতি সংসদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী, বাংলাদেশ ইসলামী যুবসেনার চট্টগ্রাম মহানগর সভাপতি কাজী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, দক্ষিণ জেলা সভাপতি মোক্তার হোসেন শিবলী, সম্পাদক মাস্টার মুহাম্মদ কমরুদ্দীন, উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আবুল মনসুর, সম্পাদক মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ ফরিদুল ইসলাম, সম্পাদক আব্দুল কাদের রুবেল, মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ মুহাম্মদ খোবাইব, সম্পাদক মুহাম্মদ রিয়াজ হোসাইন, দক্ষিণ জেলা সভাপতি শাহাজাদা মুহাম্মদ নিজামুল করিম সুজন, সম্পাদক মুহাম্মদ সাহাবুদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আবু মুসা, সম্পাদক মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, চবি সভাপতি মুহাম্মদ আলী আকবর, সম্পাদক মুহাম্মদ দিদারুল ইসলাম কাদেরী, আহলে সুন্নাত সম্মেলন সংস্থার সেক্রেটারী শায়খুল হাদিস কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ পেয়ার মোহাম্মদ (কমিশনার), মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, তরুণ উদ্যোক্তা নাজিম উদ্দীন খান, ছাত্রসেনা কেন্দ্রীয় নেতা জিএম শাহাদাত হোসাইন মানিক, নুরুল্লাহ রায়হান খান, ওলামায়ে আহলে সুন্নাতের আহ্বায়ক আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, সচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী প্রমুখ। বক্তারা বলেন, আল্লামা জাফর আহমদ বদরী (রহ:) বিশ্বব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি আমৃত্যু ইসলামের মূলধারা উদার মতাদর্শ প্রচার করতে গিয়ে বিভিন্ন উগ্রাবাদীদের সন্ত্রাসী হামলার শিকার হন। তবুও তিনি সঠিক মতাদর্শ প্রচার থেকে বিচ্যুত হননি। তাঁর ইন্তেকালে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সুন্নি জনতা একজন যোগ্য অভিভাবককে হারিয়েছেন। সুন্নি জনতা তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
নেতৃবৃন্দ হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য- আজ বিকালে কক্সবাজারের বদরখালীতে নিজ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।