আশুলিয়ায় ঝুট গোডাউনে আগুন
আশুলিয়ার গাজীরচট এলাকায় স্বপন ও আকন নামে দুই ভাইয়ের টিনের ঘরের একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশপাশের বাড়ির আতঙ্কিত লোকজন ছোটাছুটি করে ঘর থেকে সড়কে বের হয়ে আসার সময় পাঁচজন আহত হয়।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।