অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকেও পরিবর্তন আসবে। তিনি বলেন, কমার্স ব্যাংকেরও বিভিন্ন পদে রদবদল হবে এবং শিগগিরই তা সম্পন্ন হবে।
তিনি আজ সোমবার দুপুরে জেলার লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে চা বাগান শ্রমিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান।
মুহিত বলেন, লাক্কাতুরা চা বাগানে নির্মিত সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চা শ্রমিকদের সন্তানদের জন্য ২৫ ভাগ কোটা রাখার উদ্যোগ নেয়া হচ্ছে। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এ ব্যাপারে বৈঠক হবে।
তিনদিনের সফরে সোমবার দুপুরে সিলেট যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।