চট্টগ্রাম শিশু একাডেমির ভর্তি লটারিতে ১৩’শ ২৭ শিক্ষার্থী

বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম’র ২০১৭ সালের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তির লটারিতে ১৩’শ ২৭ শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল-ইয়ামিন জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো: দৌলতুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জন ভট্টাচার্য ও জেলা শিশু সংগঠক নাগরীস সুলতানা উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদেরকে দিয়ে লটারি উত্তোলন করেন।

তিনি আরোও জানান, প্রশিক্ষণ কোর্সে চিত্রাঙ্কনে ৪০০ জন, আবৃত্তিতে ১৭৫ জন, হাওয়াইন গিটারে ২৭ জন, কম্পিউটারে ৬৩ জন, সঙ্গীতে ৩১২ জন, স্প্যানিশ গিটারে ৪৩ জন, হাতের সুন্দর লিখায় ১০৫ জন, নৃত্যে ১২৬ জন, তবলায় ৩৪ জন, কি-বোর্ডে ২২ জন ও অভিনয়ে ১৫ জনসহ মোট ১৩২৭ জন শিক্ষার্থী লটারিতে বিজয়ী হন। লটারিতে বিজয়ী শিক্ষার্থীরা জনতা ব্যাংক লিমিটেড মিমি সুপার মার্কেট শাখায় ১,৯৮০ টাকা জমা দিয়ে আগামী ১৫ জানুয়ারি, ২০১৭ ইং থেকে ২২ জানুয়ারি ২০১৭ইং তারিখে অফিস চলাকালীন সময়ে ভর্তি হতে পারবে।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031