বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম’র ২০১৭ সালের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তির লটারিতে ১৩’শ ২৭ শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল-ইয়ামিন জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো: দৌলতুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জন ভট্টাচার্য ও জেলা শিশু সংগঠক নাগরীস সুলতানা উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদেরকে দিয়ে লটারি উত্তোলন করেন।
তিনি আরোও জানান, প্রশিক্ষণ কোর্সে চিত্রাঙ্কনে ৪০০ জন, আবৃত্তিতে ১৭৫ জন, হাওয়াইন গিটারে ২৭ জন, কম্পিউটারে ৬৩ জন, সঙ্গীতে ৩১২ জন, স্প্যানিশ গিটারে ৪৩ জন, হাতের সুন্দর লিখায় ১০৫ জন, নৃত্যে ১২৬ জন, তবলায় ৩৪ জন, কি-বোর্ডে ২২ জন ও অভিনয়ে ১৫ জনসহ মোট ১৩২৭ জন শিক্ষার্থী লটারিতে বিজয়ী হন। লটারিতে বিজয়ী শিক্ষার্থীরা জনতা ব্যাংক লিমিটেড মিমি সুপার মার্কেট শাখায় ১,৯৮০ টাকা জমা দিয়ে আগামী ১৫ জানুয়ারি, ২০১৭ ইং থেকে ২২ জানুয়ারি ২০১৭ইং তারিখে অফিস চলাকালীন সময়ে ভর্তি হতে পারবে।