বার্নলির বিপক্ষে সোমবার ২-১ গোলের জয়ী ম্যাচটিতে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফার্নানদিনহো লাল কার্ড দেখে বাইরে চলে যান। এই ফাউলের অপরাধে ফুটবল এসোসিয়েসন চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফার্নানদিনহোকে।
ম্যাচের ৩২ মিনিটে ইত্তিহাদ স্টেডিয়ামে রেফারী লি মাসনোনের বিবেচনায় লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন ফার্নানদিনহো। ফার্নানদিনহোর জন্য এটি ছিল এবারের লীগে দ্বিতীয় শাস্তি।
এর আগে ঘরের মাঠে টেবিলের শীর্ষে থাকা চেলসির বিপক্ষে সেস ফ্যাব্রেগাসের সাথে বিতর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছিলেন। নভেম্বরে চ্যাম্পিয়নস লীগে বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডবাখের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখেছিলেন ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ স্ট্রাইকার। অর্থাৎ সব প্রতিযোগিতায় সর্বশেষ ছয়টি ম্যাচের মধ্যে তিনটিতেই মাঠের বাইরে থাকলেন ফার্নানদিনহো।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে থাকছেন না ফার্নানদিনহো। একইসাথে প্রিমিয়ার লীগে এভারটন, টটেনহ্যাম ও স্লাভেন কিলিসের হ্যামারসের বিপক্ষে খেলা হচ্ছে না ফার্নানদিনহোর।