চীনে মঙ্গলবার দিবাগত রাতে একটি কেয়ার হোমে অগ্নিকান্ডে সাত জনের প্রাণহানি হয়েছে।সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, রাত চারটার দিকে উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে ব্যক্তিগত একটি কেয়ার হোমে আগুন লাগে। ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে সাত জন পুড়ে মারা যায়। এছাড়া ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়।আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সরকারি তথ্যানুযায়ী, ২০১৫ সালে চীনে মোট তিন লাখ ৩৮ হাজার অগ্নিকান্ড হয় এবং এতে এক হাজার ৭শ ৪২ জন মারা যায়।