শিরোনাম
প্রচ্ছদ / আন্তর্জাতিক / ট্রাম্পের নীতি সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে : ইয়েমেনের হুঁশিয়ারি

ট্রাম্পের নীতি সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে : ইয়েমেনের হুঁশিয়ারি

ইয়েমেন সরকার সতর্ক করে বলেছে, মুসলিমপ্রধান দেশগুলো থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘সন্ত্রাসবাদকে’ উৎসাহিত করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সীমিত সময়ের জন্য হলেও ইয়েমেনের পাসপোর্টধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করায় তারা অসন্তুষ্ট।
ট্রাম্প গত শুক্রবার যে সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত সময়ের জন্য নিষিদ্ধ করেছেন তার মধ্যে ইয়েমেন রয়েছে।
মুখপাত্র বলেন, এ ধরণের সিদ্ধান্ত সন্ত্রাসীদের অবস্থান আরো শক্তিশালী করতে পারে। সন্ত্রাসের বিরুদ্ধে জয়ী হওয়ার একমাত্র উপায় হলো সংলাপ, বাধা সৃষ্টি নয়।
২০১৫ সাল থেকে ইয়েমেনে সংঘাতে এখন পর্যন্ত সাত হাজার ৪ শ’র বেশি মানুষ নিহত হয়েছে। ইয়েমেনের সরকার বিরোধীরা রাজধানী সানা ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা দখলের পর ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট বিদ্রোহী বাহিনীর ওপর গোলাবর্ষণ শুরু করে।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …