রাজধানীর গুলশান-১ এ ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। আগুনে মার্কেটের একটি অংশ ধসে পড়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, রাত আড়াইটার দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত মার্কেটে আগুন জ্বলছিল।
বাবু মিয়া বলেন, “আগুনে মার্কেটের একটি অংশ ধসে পড়েছে।” মার্কেট থেকে ছয় জনকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
আগুন লাগার কারণ ও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।