পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র আবাবিলের সফল পরীক্ষা পাকিস্তানের

গত ৯ ডিসেম্বর সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র বাবর-৩-এর সফল পরীক্ষা হয়েছে। এবার ২২০০ কিমি দূরত্ব পর্যন্ত পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএসএম) প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। ‘আবাবিল’ নামে এই ক্ষেপণাস্ত্রের উতক্ষেপণ সফল বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের। এক বিবৃতিতে তিনি বলেছেন, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রি-এন্ট্রি ভেহিকল (এমআইআরভি) নামে বহুমুখী প্রযুক্তি ব্যবহারে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। পাকিস্তানের দাবি, ভারতের একাধিক শহর ‘আবাবিল’-এর নিশানায় রয়েছে।

গফুর বলেন, ওই অস্ত্র সিস্টেমের নানা বৈচিত্র্যময় ডিজাইন ও প্রযুক্তিগত মাপকাঠি পরীক্ষা করে দেখতেই তার উৎক্ষেপণ করা হল। পাকিস্তান কর্তৃপক্ষে বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম আবিল শত্রু পক্ষের রাডারের নজর ফাঁকি দিয়ে নির্ভুলভাবে একাধিক টার্গেটে আঘাত করতে পারে। আঞ্চলিক স্তরে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ক্রমশ মজবুত হচ্ছে, পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম যাতে তার সঙ্গে পাল্লা দিতে পারে, তা সুনিশ্চিত করতেই আবাবিল অস্ত্র সিস্টেম তৈরি করা হয়েছে।

ভারত মহাসাগরের গভীরে কোনো এক অজ্ঞাত এলাকা থেকে বাবর-৩ এর পরীক্ষামূলক উতক্ষেপণ করে পাকিস্তান সেনা বলেছিল, সাফল্যের সঙ্গে ফের আঘাত হানার ক্ষমতা অর্জন করল পাকিস্তান। এটা এক বড় বৈজ্ঞানিক মাইলফলক। পড়শী মহল্লায় যেভাবে পরমাণু কলাকৌশল ঘিরে সাজসাজ রব চলছে, পাকিস্তান তার পরিমিত জবাব দেয়ার কৌশল নিচ্ছে। এটা তারই প্রকাশ।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031