ফটিকছড়িতে পদ্মবীণা ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

পদ্মবীণা ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠান ২১ জানুয়ারী ফটিকছড়ি কোঠেরপাড় জাহাপুর গ্রামের অথিল কবিরাজ ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ১৭নং জাফত নগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম, ১৮নং ধর্মপুর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাইয়ুম এবং আওয়ামীলীগ নেতা হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক মৃণাল কান্তি বড়–য়া। সমাজসেবা, শিক্ষা, স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা সংগঠক বিভিন্ন ক্যাটাগরিতে তীর্থমিত্র অসাম্প্রদায়িক চেতনায় যাদেরকে সংবর্ধিত করা হয় আলহাজ্ব আবদুল মান্নান, আলহাজ্ব ইলিয়াছ চৌধুরী, শেখ শামসুল আলম, আলহাজ্ব বদিউর রহমান মুন্সি, জহিরুল ইসলাম, শিক্ষক মর্মথরঞ্জন বড়–য়া (মরণোত্তর), কীর্ত্তনীয়া গোপাল চন্দ্র বড়–য়া, মাস্টার সাধন চন্দ্র বড়–য়া, শিক্ষক অসীম কান্তি বড়–য়া, শিবলী তীর্থ তরঙ্গের মহাপরিচালক উদয়ন বড়–য়া, প্রাক্তন এপিপি জজ কোর্ট এডভোকেট শ্যামল কান্তি বড়–য়া, ধর্মীয় শিক্ষক শিবু বড়–য়া, রত্মগর্ভা মাতা বীনাপানি বড়–য়াকে এডভোকেট শ্যামল বড়–য়া সরোচিত একটি কবিতার মাধ্যমে সম্মানিত করেন। কবিতার আবৃত্তি করেন মীম বড়–য়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী সাবু বড়–য়া ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য টুবলু বড়–য়া। অনুষ্ঠানে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031