ব্যালন ডি’অর জিতেছেন কিছুদিন আগেই । আর এবার ফিফার নতুন প্রবর্তন করা ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জিতে নিলেন আরেক তারকা ফুটবলার লিওনেল মেসিকে পেছনে ফেলে।
তিন জনের সংক্ষিপ্ত তালিকায় অপরজন হলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যান। এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান প্রথমবারের মতো হয়েছে জুরিখে, রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর হাতে ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
৩১ বছর বয়সী রোনালদো বলেন যে, আমি এর আগেও অনেকবার বলেছি ২০১৬ ছিল একটি স্বপ্নের বছর। এই সময়ে রিয়াল মাদ্রিদ জেতে চ্যাম্পিয়ন্স লিগ আর পর্তুগাল জাতিয় দল হয় ইউরো চ্যাম্পিয়ন।
এই সময়টিতে রোনালদো পারফর্মেন্স ছিল উল্লেখ করার মতোই। ৪৪ খেলায় নিজে দিয়েছেন ৪২টি গোল আর ১৪টিতে করেছেন সহযোগিতা।
লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করানোর মূল কারিগর ক্লাওদিও রানিয়েরি পেয়েছেন ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার।
তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান আর পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোষ। আর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার কার্লি লয়েড।
ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতেছেন মালয়েশিয়ার মিডফিল্ডার মোহাম্মদ ফাইজ সুবরি।
২০১৫ সালে ফিফা বর্ষসেরা হন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি।