শিরোনাম
প্রচ্ছদ / আন্তর্জাতিক / ফ্লোরিডায় বিমানবন্দরে বন্দুকধারীর গুলি : নিহত ৫

ফ্লোরিডায় বিমানবন্দরে বন্দুকধারীর গুলি : নিহত ৫

আমেরিকার ফ্লোরিডার একটি বিমানবন্দরে গুলিতে পাঁচজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অন্তত পাঁচজন নিহত হবার কথা জানিয়েছে স্থানীয় শেরিফের কার্যালয়। পুলিশের গুলিতে হামলাকারীও মারা গেছে বলে জানা যাচ্ছে।
ফোর্ট লডারডেল হলিউড বিমানবন্দরের টার্মিনাল টু-তে ব্যাগেজ সংগ্রহ করা হয় যেখানে সেখানেই এ ঘটনা ঘটছে বলে মার্কিন গণমাধ্যম খবর দিচ্ছে।
ব্রেয়ার্ড শেরিফের কার্যালয়ের করা এক টুইট বার্তায় বলা হয়, এতে পাঁচজন নিহত হয়েছে। আর একজনকে আটক করা হয়েছে।
শেরিফ স্কট ইসরায়েলের টুইটে অবশ্য আটজন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এয়ারপোর্টের ভেতর থেকেই টুইটারে লেখেন কেউ কেউ। হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি আরি ফ্লেশার টুইটারে লেখেন “আমি ফোর্ট লডারডেল এয়ারপোর্ট। এখানে গুলিবর্ষণ হচ্ছে। লোকজন দৌড়াদৌড়ি করছে”।
গুলি বর্ষণের এক মিনিটেরও কম সময়ের মধ্যেই বন্দুকধারী হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে বলে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে।
ঘটনার পরপরই একটার পর একটা পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়।
সূত্র : বিবিসি

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …