বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

আজ মঙ্গলবার ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছে। মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এই দিক নির্দেশনা প্রদান করেন।

মহানগর পুলিশ কমিশনার সমাবেশে আগত ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, কাকরাইল ক্রসিং, মৎস্যভবন ক্রসিং, কদমফুল ক্রসিং এবং শাহবাগ ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন গেইট এবং আইইবি গেট দিয়ে প্রবেশ করা যাবে না। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিকে ছবির হাট গেট, টিএসসি গেট, কালীমন্দির গেট এবং তিন নেতার মাজার গেট দিয়ে সমাবেশে প্রবেশ করা যাবে। প্রবেশ গেটে স্থাপিত আর্চওয়ে গেট দিয়ে সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে প্রবেশ করতে হবে। লাইসেন্সকৃত কোনো আগ্নেয়াস্ত্র, ব্যাগ, ছাতা, লাঠি, লাইটার, ম্যাচ বা কোনো দাহ্য বস্তু নিয়ে সমাবেশে আসা যাবে না। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন চেকিং পয়েন্টে পুলিশকে সহযোগিতা করতে হবে।

সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে পুলিশকে অবহিত করতে হবে।

বিজয়স্মরণী হতে সমাবেশে আগত গাড়িসমূহ লাভরোড দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল চার্চ হয়ে বামে মোড় নিয়ে রাজমণি হয়ে নাইটিংগেল ডানে মোড় নিয়ে ইউবিএল (পল্টন) দিয়ে জিরোপয়েন্ট দিয়ে যাবে। মিরপুর রোড হয়ে আগত গাড়িসমূহ রাসেল স্কোয়ার হয়ে সায়েন্সল্যাব দিয়ে নিউমার্কেট ক্রসিং বামে মোড় নিয়ে নীলক্ষেত ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে সভাস্থলে যাবে। (রেজিস্ট্রার ভবনের সামনে অথবা ফুলার রোডের একপাশে গাড়ি পার্কিং)। মতিঝিল/সায়েদাবাদ/সদরঘাট হতে সমাবেশে আগত গাড়ি সমূহ হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েলচত্ত্বর হয়ে সভাস্থলে যাবে। জিমনেশিয়াম মাঠ/পার্শ্ববর্তী রোডে সুবিধাজনক স্থানে গাড়ি পার্কিং হবে।

শাহবাগ ক্রসিং হতে মৎস্যভবন ক্রসিং এবং মৎস্যভবন ক্রসিং হতে শাহবাগ ক্রসিং পর্যন্ত, টিএসসি হতে দোয়েল চত্বর ক্রসিং এবং দোয়েল চত্বর ক্রসিং হতে টিএসসি পর্যন্ত রাস্তা সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সাধারণ যাত্রীবাহী বাস ও গাড়ির জন্য বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত বিজয় সরণীর উত্তরের/পশ্চিমের সব যাত্রীবাহী বাস লাভ রোড হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল চার্চ হয়ে রাজমনি ক্রসিং দিয়ে ফকিরাপুল/ইউবিএল হয়ে চলে যাবে। গুলিস্তান বা মতিঝিল হতে আগত বিজয় সরণী অভিমূখী গাড়ি নাইটিংগেল দিয়ে রাজমণি ক্রসিং হয়ে কাকরাইল চার্চ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে লাভ-রোড দিয়ে বিজয় সরণীর দিকে চলে যাবে। গাবতলী হতে আগত গাড়ি মিরপুর রোড দিয়ে সায়েন্সল্যাব হয়ে নিউমার্কেট দিয়ে আজিমপুর হয়ে বকশি বাজার দিয়ে চানখাঁরপুল হয়ে বঙ্গবাজার দিয়ে গুলিস্তান/মতিঝিল/সদরঘাট চলে যাবে। গুলিস্তান/মতিঝিল/সদরঘাট হতে গাবতলী অভিমূখী আগত গাড়ি বঙ্গবাজার দিয়ে চানখাঁরপুল হয়ে বকশীবাজার দিয়ে আজিমপুর হয়ে নিউমার্কেট দিয়ে সায়েন্সল্যাব হয়ে মিরপুর রোড হয়ে গাবতলী চলে যাবে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031