কোরি অ্যান্ডারসনের দুর্দান্ত ব্যাটিয়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের লক্ষ্য ১৯৫ রান। বিরতির পর ব্যাট করতে নামবে মাশরাফিরা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কিউইরা। সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে করতে পারেননি অ্যান্ডারসন। ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। অর্ধশত করেছেন কেন উইলিয়ামসন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন রুবেল হোসেন।
এর আগে তিন ম্যাচের দুটিতে জিতে সিরিজি নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নুরুল হাসান সোহান।