ইরাকের রাজধানী বাগদাদের প্রধান সবজি বাজারের প্রবেশ পথে রোববার এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ১১ জন নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তা ও চিকিৎসা কর্মীরা একথা জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদমান বলেন, ‘জামিলা বাজারের প্রবেশ পথে সন্দেহজনক একটি গাড়ি দেখতে পেয়ে এক সৈন্য সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু ওই উগ্রবাদী গাড়িতে বিস্ফোরণ ঘটায়।’