হলিউডের দুই স্বপ্নবাজ তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে সাজানো সংগীতনির্ভর ছবি ‘লা লা ল্যান্ড’। ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ‘লা লা ল্যান্ড’ময় জমকালো আয়োজনে মুখরিত ছিল। সেরা অভিনেতা হিসেবে যেমন ‘লা লা ল্যান্ড’-এর রায়ান গোস্লিং, তেমনি সেরা অভিনেত্রী হিসেবে একই সিনেমার তারকা এমা স্টোন জিতে নিয়েছেন পুরস্কার। এবার ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১১টি বিভাগে মনোনয়ন পেল ছবিটি।
গত মঙ্গলবার ১০ জানুয়ারি মনোনয়ন তালিকা ঘোষণা করেন হলিউড অভিনেতা ডমিনিক কুপার ও ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার। লন্ডনের রয়েল আলবার্ট হলে এবারের ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
‘লা লা ল্যান্ড’-এর জন্য সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্যকার হিসেবে মনোনয়ন পেয়েছেন ড্যামিয়েন শেজেল। সেরা পরিচালকের দৌড়ে তার সঙ্গে লড়ছেন কেন লোচ (আই, ড্যানিয়েল ব্লেক), কেনেথ লোনারগ্যান (ম্যানচেস্টার বাই দ্য সি), টম ফোর্ড (নক্টারনাল অ্যানিমেলস) ও ডেনিস ভিলেন্যুভ (অ্যারাইভাল)।
এই অ্যাওয়ার্ডসে দ্বিতীয় সর্বাধিক নয়টি করে মনোনয়ন পেয়েছে ‘অ্যারাইভাল’ ও ‘নক্টারনাল অ্যানিমেলস’। সেরা ছবিসহ ছয়টি বিভাগে মনোনীত হযেছে ‘ম্যানচেস্টার বাই দ্য সি’।