বান্দরবানের মেঘলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন
দুর্গম পার্বত্য জেলা বান্দরবানের মেঘলায় অবস্থিত মেঘলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে । বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৯০লক্ষ টাকা ব্যায়ে ৩তলা বিশিষ্ঠ এই ভবন নির্মাণ করা হয়। গতকাল রবিবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এই বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন।
এসময় প্রতিমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার অর্র্নিবাণ চাকমা,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য কাঞ্চনজয় তংঞ্চঙ্গ্যা, সহ শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের ও উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের উদ্বোধনে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতার কারণে দুর্গম পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে । স্কুল-কলেজ নির্মানসহ ক্ষুদ্র নৃ গোষ্ঠির বিভিন্ন ভাষায় প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক প্রনয়নের ফলে ক্ষুদ্র নৃ গোষ্ঠির শিক্ষার্থীরা আরো এগিয়ে যেতে পারবে। তিনি এসময় আরো বলেন, আগামীতে পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হবে এবং তা বাস্তবায়ন করা হবে।
