বান্দরবানঃ-বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পরিষদের ৩৩ টি ন্যস্ত বিভাগের প্রধান ও প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের প্রধান নির্বাহী মো. নুুরুল আবছার, সদস্য লক্ষীপদ দাস, তিতিংম্যা, মোজাম্মেল হক বাহাদুর, ম্রাসা খেয়াং, মোস্তফা জামাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা প্রমুখ, ডেপুটি সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের উপ পরিচালক ডা. অংচালু মারমা।
সভায় জেলা পরিষদের ন্যাস্ত বিভাগগুলোর প্রতিনিধিরা স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকান্ডের অগ্রগতির ওপর আলোচনা করেন। সভার একর্পযায়ে পরিষদ চেয়ারম্যান ও সভাপতি ক্যশৈহ্লা সদর রেঞ্জের কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের দৃষ্টি আকর্ষন করেন। তিনি ওই কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, বনবিভাগ শুধু বনের গাছ কেটে পারমিট ইস্যু করতে ব্যস্ত, কিন্তু রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তর্গত সংরক্ষিত বনাঞ্চলের ভুমি অবৈধ দখলদারদের হাতে চলে যাচ্ছে সেদিকে খেয়াল রাখেছেনা।
এসময় ক্যশৈহ্লা ওইসব জমি দখলদারদের হাত থেকে বাঁচাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চান। পরিষদ চেয়ারম্যানের এসব প্রশ্নে নিরব থাকেন ওই বন কর্মকর্তা। এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান জেলার সবধরনের উন্নয়ন কাজে সিলেটি পাথরসহ উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। এসময় প্রতিটি বিভাগের উন্নয়ন কাজের মান নিয়ন্ত্রণের জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের প্রয়োজনীয় ল্যাব টেস্ট সংরক্ষণ করারও নির্দেশ দেন। সভার এক র্পযায়ে জনাব ক্যশৈহ্লা জেলা শিক্ষা র্কমকর্তা আনন্দ কিশোর সাহার দৃষ্টি আকর্ষন করেন। প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা চালু হওয়ার পর নিকটদুরত্বের মাধ্যমিক বিদ্যালয়গুলোর কার্যকারিতা থাকবে কি না জানতে চান তিনি।
তিনি সরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদাহরণ টেনে বলেন, ওই বিদ্যালয়টিতে মাধ্যমিক চালু হওয়ায় সরই নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী সংকটে পড়েছে বলে অভিযোগ এসেছে। তিনি বিষয়টির ওপর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এছাড়াও জেলা পরিষদ প্রধান সভায় উপস্থিত থেকে দমকল বাহিনীর রোয়াংছড়ি ও লামায় নবর্নিমিত ষ্টেশনের নির্মাণ কাজ, জনপ্রকৌশল, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের অগ্রগতির খোঁজখবর নেন।