শিরোনাম
প্রচ্ছদ / বান্দরবান / বান্দরবানে মাহিন্দ্র চালকদের হামলায় ৩ পর্যটক আহত

বান্দরবানে মাহিন্দ্র চালকদের হামলায় ৩ পর্যটক আহত

বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে মাহিন্দ্র চালকদের হামলায় ৩ পর্যটক আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় বান্দরবানের যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বান্দরবানে দর্শনীয় পর্যটন স্পট নীলাচলে মাহিন্দ্র গাড়ীর শ্রমিকদের হামলায় ৩ পর্যটক আহত হয়েছে। কক্সবাজার চকরিয়া থেকে ঘুরতে আসা একদল পর্যটক বান্দরবানের নীলাচল যাওয়ার জন্য মাহিন্দ্র গাড়ী ভাড়া করে। নীলাচল থেকে ফেরার সময় দেরি হওয়ায় মাহিন্দ্র চালক পর্যটকদের মাঝ পথে নামিয়ে দেয়। এ ঘটনার সূত্র ধরে পর্যটকদের সাথে মাহিন্দ্র চালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহিন্দ্র চালক বান্দরবান থেকে ফোন করে আরও ৭/৮ জনকে ডেকে পর্যটকদের বাস অবরোধ করে তাদেরকে মারধর করে। এ ঘটনায় ৩ পর্যটক আহত হয়। আহতরা হলেন, সোহেল মাহমুদ, জয়নাল আবেদীন ও নজরুল। আহত তিন জনের বাড়ী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা যায়। আহত সোহেল মাহমুদ জানান, মাহিন্দ্র চালকের সাথে সামান্য ভুল বুঝাবুঝি হয়। আমরা বান্দরবান থেকে চলে যাওয়ার পথে হঠাৎ করে তারা ৭/৮ জন এসে আমাদেরকে লাঠি দিয়ে মারধর করে। বান্দরবান জীপ কার মাইক্রোবাস সমিতির সাধারণ সম্পাদক মো: কামাল জানান, আমি নিজেই ঘটনাস্থলে ছিলাম। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। যারা এ কাজটি করেছে খুবই অন্যায় হয়েছে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বান্দরবান সদর থানার ডিউটি অফিসার মো: মকসুদ জানান, এ ধরনের কোন অভিযোগ এখনো আমরা পায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পড়ে দেখুন

বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, ১০জন গ্রেফতার, বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্তর্বতী বিভিন্ন দুর্গম এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন “ …