বান্দরবানে সার্কিট হাউজে ভূমি কমিশনের তৃতীয় সভা | জনবল ও পর্যাপ্ত বাজেট পেলেই ভূমি কমিশনের
শুনানির কাজ শীঘ্রই শুরু করা হবে—চেয়ারম্যান আনোয়ার উল হক
ভূমি কমিশনের বিভিন্ন সমস্যাগুলো সমাধানের
ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—সন্তু লারমা
॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় বান্দরবান সার্কিট হাউজে কমিশনের সদস্যরা বৈঠক করেন। সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন হয় এবং কমিশনের ভূমি বিরোধ সংক্রান্ত দরখাস্তের শুনানী ও নিষ্পত্তির বিষয়ে কার্যপদ্ধতির নিরুপণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, কমিশনের চেয়ারম্যান আনোয়ার উল হক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, বোমাং সার্কেল চীফ রাজা উ চ প্রু, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংশৈপ্রু।
সভা শেষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, জনবল নিয়োগ, বিধিমালা প্রণয়ন, পার্বত্য জেলাগুলোতে কমিশনের শাখা অফিস শুরুকরণসহ ভূমি কমিশনের বিভিন্ন সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কমিশনের চেয়ারম্যান আনোয়ার উল হক জানান, ভূমি কমিশনের তৃতীয় সভা ফলপসু হয়েছে। জনবল, পর্যাপ্ত বাজেট পেলেই ভূমি কমিশনের শুনানির কাজ শীঘ্রই শুরু হবে। তিনি আরো জানান, বান্দরবানে ৪ হাজার ৫ শত ৬৫, রাঙ্গামাটিতে ৯হাজার ৯শত ৪০ এবং খাগড়াছড়িতে ৮ হাজার ৩ শত ৭৩টি ভূমি বিরোধ সমস্যার দরখাস্ত কমিশনে জমা পড়েছে।