বিজিবি রাঙ্গামাটি সেক্টরের উদ্যোগে
গরীবদের মাঝে কম্বল বিতরণ
॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥ বিজিবি রাঙ্গামাটি সেক্টরের উদ্যোগে রবিবার (১৫ জানুয়ারি) দুই শতাধিক গরীব নারী পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিজিবি রাঙ্গামাটি সেক্টর হেলিপ্যাডে গরীবদের মাঝে কম্বল বিতরণ করেন রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম।
রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চল হতে গরীব ও দুঃস্থ উপজাতি ও বাঙ্গালী নারী পুরুষ কম্বল সংগ্রহ করতে বিজিবি সেক্টর হেলিপ্যাডে আসেন। এবারের প্রচন্ড শীতে গরীব জনগণ কষ্ট পাচ্ছিলেন। শীত নিবারণের জন্য কম্বল পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম বলেন, বিজিবি কর্তৃক বিতরণকৃত কম্বল পেয়ে গরীব অসহায় মানুষ যদি শীতে একটু উষ্ণতা পান সেটাই আমাদের কাছে অনেক ভালো লাগবে।