২৭ জানুয়ারী ২০১৭ইং শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আবু জিয়া মুহাম্মদ শামসুদ্দিন চৌধুরী সড়কের (মাদার্শা সমিতি সড়ক) উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ৭নং মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. সেলিম চৌধুরীর প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সড়কটি বাস্তবায়ন হয়।
উদ্বোধনীয় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল জলিল, মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক নাঈমুল হক চৌধুরী হারুন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মানিক, আনোয়ার হাবিব হেলাল ছাত্রলীগ নেতা হারেছ মোহাম্মদ, আবু ছালেহ, ছৈয়দ আক্কাছ, শাহাদাত হোছাইন শাহেদ প্রমুখ। এছাড়া বিকাল ৫টায় মাদার্শা ইউনিয়ন পরিষদ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রফেস ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী দেলোয়ার হোসেন প্রমুখ।