ব্রাজিলে প্রতিদ্বন্দ্বী দুটি অপরাধ চক্রের সদস্যদের মধ্যে সর্বশেষ সহিংস ঘটনায় ২৬ বন্দি নিহত হয়েছে। এদের অধিকাংশের মুণ্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। রোববার কর্মকর্তারা একথা জানান।
শনিবার রাতে আলকাকুজ কারাগারে নতুন করে এই রক্তপাতের ঘটনা ঘটে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিও গ্রান্ডে ডো নরর্টে রাজ্যে অবস্থিত এই কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রাখা হয়েছে।
জানুয়ারির শুরুতে ব্রাজিলের অন্যান্য কারাগারেও একই ধরনের সহিংসতায় প্রায় ১শ’ বন্দির মৃত্যু হয়েছে।
রাজ্যের জননিরাপত্তা ব্যবস্থাপক কাইও বেজেরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ঘটনায় ২৬ জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে।’
তিনি আরো বলেন, কর্তৃপক্ষ এর আগে এই ঘটনায় প্রায় ৩০ জন মারা গেছে বলে ধারণা করেছিল। তারা লাশ ও ছিন্নাংশগুলো উদ্ধার করে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহিংসতার ১৪ ঘন্টা পর ভোরবেলা কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক বন্দির বোন অ্যান্ড্রিয়ানা ফেলিজ বলেন, ‘কারাগারের পরিচালক এমন কথাও বলেছেন যে তিনি কিছু করতে পারবেন না।’
ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তিমার টুইটারে বলেন, ফেডারেল সরকার ‘সমস্ত প্রয়োজনীয় সহায়তা’ দিতে প্রস্তুত রয়েছে।
পৃথকভাবে দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার কর্মকর্তারা বলেন, কুরিতিবা নগরীর একটি জেলখানার দেয়াল ভেঙ্গে ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে ২৮ বন্দি পালিয়েছে।