আগামী বুধবার ভারতীয় পার্লামেন্টে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি। আজ সোমবার সকালেই বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করলেন, শিল্পপতি বিজয় মালিয়াকে ঋণ পেতে সহায়তা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
বিকেলে সংবাদ সম্মেলন করে মনমোহন–চিদাম্বরম তাদের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনো উত্তর দিলেন না। উল্টা দেশের খারাপ অর্থনীতির জন্য ভারত সরকারের সমালোচনা করেন। কংগ্রেসের পক্ষ থেকে তারা দেশের অর্থনীতি নিয়ে নথি প্রকাশ করেন।
চিদাম্বরম বলেন, কর্মসংস্থানের কথা বলে ক্ষমতায় এসেছেন মোদি। এখন তাকে প্রশ্ন করি, কোথায় গেল কাজ? এরপরও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের অর্থনীতি নিয়ে রঙিন গল্প ফাঁদছে। মানুষের প্রশ্নের উত্তর দেয়া হচ্ছে না। প্রত্যেক সরকারেরই আশাবাদী হওয়ার অধিকার রয়েছে। কিন্তু এই সরকারের আশাবাদ কোনো বাস্তব ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়। কেন্দ্রীয় সরকার এখন ফুলিয়ে ফাঁপিয়ে আর্থিক পরিস্থিতি দেখাচ্ছে। কংগ্রেসের নথি আগামী দিনে সত্যি বলে প্রমাণিত হবে, দাবি চিদাম্বরমের।