মহেশখালীর মাতারবাড়ী বাজারে অগ্নিকান্ড

মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে আজ ২৫ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১টি ওয়ার্কসপ,১টি দোকান ও ৬ টি বসত বাড়ীসহ মমোট ৮টি সস্থাপনা ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আজ ৯টায় মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিন রাজঘাট বাজারে এঘটনা ঘটে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অাগুনের সুত্রপাত বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ দোকানের জায়গার মালিক মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম অাহবায়ক মোহাম্মদ হোছাইন ও মাদ্রাসা শিক্ষক নাজেম উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টায় রাজঘাট বাজারের দক্ষিন পাশে আনচারুল করিম সওদাগরের বাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অাগুনের সুত্রপাত হয়ে তা পার্শ্ববর্তী কয়েকটি দোকান ও বসতবাড়ীতে ছড়িয়ে পড়ে। এতে ৬টি বসতবাড়ী,১টি ওয়ার্কসপ ও ১টি দোকানসহ মোট ৮টি স্থাপনা অাগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। আগুন লাগার সাথে সাথে পার্শ্ববর্তী মসজিদের মাইক থেকে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানালে লোকজন এসে দীর্ঘ ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031