মাটিরাঙ্গায় আনন্দ ঘন পরিবেশে পাঠ্য বই উৎসব
তথ্য-প্রযুক্তির এ যুগে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে
———–বি.এম মশিউর রহমান
॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান নতুন বইয়ের গন্ধ কখনো ফুড়িয়ে যাবেনা উল্লেখ করে বলেন, নতুন বইয়ের গন্ধে জীবনকে আলোকিত করতে হবে। তিনি কবি নজরুল ইসলামের কবিতার শেষ লাইন ‘বিশ^ জগত দেখবো আমি আপন হাতের মুঠোয়’ উদ্বৃত করে বলেন, তথ্য-প্রযুক্তির এ যুগে যেনতেন লেখাপড়া নয় বরং প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে নতুন বছরের বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যেএসব কথা বলেন।
এসময় মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: আলাউদ্দিন লিটন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মুজিবুর রহমান ভুইয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকালের দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে মাটিরাঙ্গায় বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান। এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো: শাহ আলম মিয়া, মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর পরপরই মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন করেন। এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা ও মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বারম্বরে ‘বই উৎসব’ পালিত হয় বই উৎসব।