শিরোনাম
প্রচ্ছদ / চট্টগ্রাম / মাদকসেবির আখড়া নিউ শহীদ কলোনী :১০জনকে কারাদণ্ড

মাদকসেবির আখড়া নিউ শহীদ কলোনী :১০জনকে কারাদণ্ড

মাদক বিক্রেতা ও সেবনকারীর আখড়া খুলশী থানাধীন নিউ শহীদ কলোনীতে মাদক বিক্রি ও সেবন করার অপরাধে ১০ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সানি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সিটিজিনিউজকে বলেন, খুলশি থানাধীন নিউ শহীদ কলোনীতে মাদক বিক্রি ও সেবকালে ১০জনকে গ্রেফতার করা হয়। এসসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পরে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …