রাঙ্গামাটি শহরের রাজবাড়ি স্টেডিয়াম গ্যালারী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পথচারীরা স্টেডিয়াম গ্যালারীতে লাশ পড়ে থাকতে দেখলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়েছে পুলিশ। নিহতের মুখ থেকে লালা পড়তে দেখা যায়।
স্থানীয়রা জানান, সকালে জিমনেসিয়াম সংলগ্ন রাঙ্গামাটি ষ্টেডিয়ামের উত্তর পাশের গ্যালারীতে একটি মরদেহ পড়ে থাকতে দেখের ব্যায়াম করতে আসা কয়েকজন। এরপর বিষয়টি নিরাপত্তা বাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে পড়ে থাকা মরদেহটির কাছে এসে সেটিকে বাঙ্গালী যুবকের বলে চিহ্নিত করেন। এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অনেকেই উক্ত যুবকটিকে অপরিচিত এবং আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, নিহত যুবকের নাম জাকির হোসেন (৩০)। তার বাড়ি ঢাকার নারায়ণগঞ্জের কাচপুরে। নিহত যুবক কাচপুরের বাড়ি থেকে তাবলিক জামাতের যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে জানান ওসি।