রুমায় সাংগু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
এনামুল হক কাশেমী ॥ বান্দরবানের রুমা উপজেলার থানাপাড়া এলাকায় সাংগু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত শনিবার সাইফুল ইসলাম নামে এক শ্রমিক মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। থানপাড়া এলাকায় সাংগু নদী থেকে অবাধে বালু উত্তোলন ও বিক্রির বিষয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে রুমা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শরিফুল হকের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযোগ রয়েছে রুমা-বগালেক সড়কের নির্মাণ কাজে ব্যবহারের জন্যে পরিবেশ নষ্ট করে সাংগু নদী থেকে অবাধে ন্মিমমানের বালু উত্তোলন,মজুদ এবং বিক্রির কাবরার চলে আসছে গত একমাস ধরে। সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সরকারি উন্নয়ন কর্র্তৃপক্ষ প্রশাসন কিংবা সরকারি কোন মহলেরই অনুমতি গ্রহণ ছাড়া নদী থেকে প্রকাশ্যে বালু উত্তোলন করিয়ে আসছে। ঠিকাদার বা নির্মাণসামগ্রী সরবরাহকারী জনৈক সালাহ উদ্দিন,কবির এবং শ্রমিক মাঝি সাইফুলের মাধ্যমে এসব বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু ব্যবহার করা হচ্ছে রুমা-বগালেক নতুন সড়ক নির্মাণ কাজে। শনিবার দুপর দেড়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বপ্রণোদিত হয়েই এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং বিধি মতে শ্রমিক মাঝির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।