রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য বলেছেন, রাষ্ট্রপতির ভাষণে গত ৮ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন থেকে নিম্ম মধ্যম আয়ে উন্নীত হয়ে দ্রুত মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
এর আগে গত ২৪ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মাহাবুব আরা বেগম গিনি তা সমর্থন করেন।
গত ২২ জানুয়ারি দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ৩য় দিনে সরকারি দলের একমাত্র সদস্য আনোয়ারুল আবদীন খান আলোচনায় অংশ নেন।