সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণ তলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে চন্দ্র প্রকাশ (৩২) নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আজ শুক্রবার দুপুর ৩টার দিকে এ সদস্যকে আটক করে বিজিবি।
বর্তমানে ওই বিএসএফ সদস্য ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নারায়ণ তলা সীমান্তের বিওপি ক্যম্পে আটক রয়েছে।
চন্দ প্রকাশকে বাংলাদেশ সীমান্তের নারায়ণ তলার ১২১৬ নম্বর পিলালের কাছ থেকে একটি অস্ত্র ও ওয়্যারলেসসহ আটক করা হয়।
২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন জানান, দুপুরের দিকে বিএসএফ’র এক সদস্য ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে তাকে আমাদের বাহিনীর লোকজন আটক করে। ভারতের বিএসএফ’র পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করছে পতাকা বৈঠকের জন্য। বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।