স্বামী ফোন না ধরলে অধৈর্য্য নিকোল যা করেন

হলিউড তারকা নিকোল কিডম্যান ও কান্ট্রি মিউজিশিয়ান কিথ আরবানের বিয়ের ১১ বছর চলছে। সম্প্রতি ‘দ্য আওয়ার্স’-এর জন্য অস্কারজয়ী এ অভিনেত্রী জানালেন, স্বামী ফোন না ধরলে নানাবিদ দুশ্চিন্তা ঘিরে ধরে তাকে।ডব্লিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান নিকোল কিডম্যান।

তিনি জানান, কিথের ফোন না ধরা একদমই পছন্দ করেন না। বিষয়টি তাকে উদ্বিগ্ন করে তোলে। তখন বারবার ফোন করতেই থাকেন।

নিকোলের মতে, সাধারণত ব্যস্ততার কারণে অনেকেই ফোন ধরতে পারেন না। অন্যরা একে স্বাভাবিকভাবে দেখলেও তিনি ততটা স্বাভাবিকভাবে নিতে পারেন না।

একই সাক্ষাৎকারে সংসারজীবনের উল্লেখযোগ্য নানা ঘটনা বর্ণনা করেন এ অভিনেত্রী।

সাবেক স্বামী টম ক্রুজের তরফে ৪৯ বছর বয়সী নিকোলের রয়েছে দুই সন্তান ইসাবেলা (২৪) ও কনর (২১)। কিথের ঘরে রয়েছে দুই সন্তান সানডে (৮) ও ফেইথ (৬)।

২০১৬ সালে নিকোল কিডম্যানকে দেখা যায় ‘জিনিয়াস’ ও ‘লায়ন’ চলচ্চিত্রে। চলতি বছর মুক্তি পাবে তিন সিনেমা। এর মধ্যে রয়েছে ‘হাউ টু টক টু গার্লস অ্যাট পার্টিস’ ও ‘দ্য কিলিং অফ আ সেক্রেড ডিয়ার’।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031