আগামী ৩০ দিনের মধ্যে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে ইসলামিক স্টেট নামের সংগঠনকে৷ এই মর্মে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
হোয়াইট হাউস দখল করেই আমেরিকায় সাত দেশের মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন ট্রাম্প৷ এবার আইএসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে আরো কড়া প্রশাসনিক নির্দেশ দিলেন ট্রাম্প, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ ট্রাম্প সেনাবাহিনীকে বলেছেন, “ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট সদস্যদের কট্টরপন্থী হুমকি আছড়ে পড়েছে আমেরিকার বুকে৷ মুখ বুজে সেই হুমকি বরদাস্ত করা হবে না৷” কী করে আগামী ৩০ দিনের মধ্যে আইএসের শিকড় থেকে উপড়ে ফেলে দেয়া যায়, সে বিষয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের চূড়ান্ত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট৷
কোনো সংগঠনকে ‘নিষ্ক্রিয়’ করতে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনতে হলে তিনি সেটাও আনবেন বলে আশ্বাস দিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট৷ ট্রাম্প বলেছেন, “যেকোনো মূল্যে ইসলামপন্থী সংগঠনের অস্তিত্ব মুছে দেব৷” ইসলামিক স্টেটের বিরুদ্ধে বহুবার মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের অভিযোগ উঠে এসেছে৷