বাংলাদেশের বোলিং তাণ্ডবে ৫৩৯ রানে গুটিয়ে গেলো নিউজিল্যান্ড। ৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে মুশফিকরা। ব্যাট করছেন উদ্বোধনী জুটি তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
সকালে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ল্যাথাম ১১৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন। সাকিবের শিকার হয়ে ফিরে গেছেন ১৭৭ রানে।
পরে মাহমুদুল্লাহর জোড়া আঘাতে প্রাণ ফিরে পায় ওয়েলিংটন টেস্ট। বল হাতে নিয়েই মাহমুদুল্লাহ ওয়াটলিং আর সাউদিকে বিদায় করেন।
ওভারের প্রথম বলেই ওয়াটলিংকে (৪৯) ফেরান মাহমুদুল্লাহ। মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি হয়নি তার। ওই ওভারেরই পঞ্চম বলেই তিনি সাউদিকে বিদায় করেন।
পরে একটি করে উইকেট শিকার করেন কামরুল ইসলাম রাব্বি ও শুভাশিষ রায়।
সর্বোচ্চ তিনটি উইকেট তোলেন কামরুল ইসলাম রাব্বি। দুটি করে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ ও শুভাশিষ রায়। তাসকিন একটি উইকেট নিয়েছেন। এই ম্যাচেই টেস্ট অভিষেক হয়েছে তার।
গতকাল টেস্টের দ্বিতীয় দিনে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।