বাঁশখালি উপজেলার ইলসা গ্রামে হতদরিদ্র কৃষক ও কৃষি পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠণ ‘কৃষকের বাজার’।
শনিবার (৭ জানুয়ারি) ইলসা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা ও লেখক মো: আব্দুর রহিম ।
দুই দিনব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অর্পণ বাংলাদেশ’র সহ-সভাপতি ও সমাজকর্মী শফিকুল ইসলাম রাহী।
স্বাগত বক্তব্য রাখেন কৃষকের বাজার’র প্রতিষ্ঠাতা সভাপতি আশিক সায়েম চৌধুরী। সংগঠনের কর্মকর্তা ইয়াছির সামিত’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলসা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজেম উদ্দিন চেšধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজিম উদ্দিন, শিক্ষক মো: আলমগীর, মো: খালেদ চৌধুরী, মুসলিম চৌধুরী, ইয়াছির সামিত, সৌরভ বড়ুয়া প্রমূখ।