‘৫ জানুয়ারি গণতন্ত্রের কালো দিবস’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ৫ জানুয়ারি যদি নির্বাচন না হতো তাহলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। আর এই সুযোগে অশুভ শক্তি ক্ষমতায় আসার সুযোগ পেতো। বিএনপি কী তা প্রত্যাশা করেছিলো?
তিনি আরো বলেন, যদি গণতন্ত্র হত্যা বা হরণের প্রচেষ্টার অভিযোগ করা হয় তাহলে বিএনপি-জামায়াতকে অভিযোগ করা যায়। কারণ দশম জাতীয় সংসদ নির্বাচনে তারা শুধু অংশ নেয়া থেকে বিরত থাকেনি, জনগণের ভোটাধিকারেও বাধা দিয়েছিল। ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, ভোটারদের কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছিল।
আজ শনিবার রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের চেযারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে মাহবুবউল আলম হানিফ বলেন, জার্মানিতেও বেগম খালেদা জিয়ার মতো রাষ্ট্রস্বার্থ বিরোধী দলীয় নেত্রী নেই। সুশিক্ষায় শিক্ষিত জাতির বিশাল রাষ্ট্রে কম জনগোষ্ঠী নিয়ে অ্যাঞ্জেলা মার্কেল এগিয়ে যাচ্ছেন। আমাদের দেশের চিত্রটা একটু ভিন্ন।
প্রধানমন্ত্রীর সাথে কারো তুলনা চলে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মত পাকিস্তানী এজেন্ডা বাস্তবায়নকারী বিরোধী দল, জঙ্গিবাদ, দারিদ্রতার সাথে লড়াই করে বিশাল জনগোষ্ঠী নিয়ে বিশ্বে উন্নয়নের নজির সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং তার সাথে কারো তুলনা চলে না।
হানিফ বলেন, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বিশ্বের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, আর শেখ হাসিনা দশম। আমি মনে করি ক্ষমতা, দক্ষতা, প্রাজ্ঞতা ও সৃজনশীলতার বিবেচনায় শেখ হাসিনা অ্যাঞ্জেলা মার্কেলেরও ওপরে আছেন।
নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে মন্তব্য করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিতে পারেনি। আর এই শোকেই বিএনপিও তাদের ছাড়া নির্বাচনে অংশ নেয়নি। সুতরাং এর জন্য আওয়ামী লীগকে দায়ী করে লাভ নেই। নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে। এর খেসারত এখন তারা দিচ্ছে।
আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। কুটনৈতিকভাবে বাংলাদেশ সফল। চীন, ভারতের প্রধানমন্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে পদ্মা সেতু স্বপ্ন নয়-বাস্তবে রূপ নিয়েছে।