সারা পৃথিবীতে কত বড় বড় অভিনেতারা অস্কারের মনোনয়ন পাওয়ার জন্য মুখিয়ে থাকেন! সেখানে যারা কোনওদিন ফিল্ম দেখেনি, অভিনয় বস্তুটা কী ধরনের তাই জানে না, তাদের অভিনয় পেল অস্কারের মনোনয়ন! সেই চলচ্চিত্র আবার বিদেশি ভাষার ছবি বিভাগে অস্ট্রেলিয়ার প্রথম অস্কার মনোনয়ন।
ছবির নাম ‘টান্না’। এই ছবির সেট তৈরি হয়েছে অস্ট্রেলিয়া থেকে ২৩০০ মাইল দূরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ ভানুয়াটুতে। ছবির গল্পটাও নিতান্তই চেনা। প্রেমিক যুগলের প্রেমের গল্প। বাবা–মায়ের অবাধ্য হয়ে বিয়ে করা স্থির করে যারা।
পরিচালকদ্বয় বেন্টলি ডিন আর মার্টিন বাটলার চমক দিয়েছেন অভিনেতা–অভিনেত্রী নির্বাচনে। হ্যাঁ, ভানুয়াটুর প্রাচীন জনগোষ্ঠীর আদিবাসীরাই এ ছবির মূল আকর্ষণ।