শিরোনাম
প্রচ্ছদ / আন্তর্জাতিক / ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ ২০ গুণ বাড়বে’

‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ ২০ গুণ বাড়বে’

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আইআর-৮ সেন্ট্রিফিউজ মেশিন দেশের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ আইআর-১’র চেয়ে ২০ গুণ বাড়িয়ে দেবে। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি এ কথা জানিয়েছেন।
ইরানের মাশহাদ শহরে এক সম্মেলনে মঙ্গলবার তিনি এ কথা বলেন। তিনি বলেন, আইআর-৮ সেন্ট্রিফিউজের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা বছরে ২০ সেপারেটিভ ওয়ার্ক ইউনিট বা এসডাব্লিউইউ। এ যন্ত্রের গণউৎপাদন শুরু করার পর ইরানের ইউরেনিয়াম সৃমদ্ধ করার ক্ষমতা ২০ গুণ বাড়বে বলেও জানান তিনি।
কামালভান্দি আরো বলেন, বর্তমানে যেসব আইআর-১ সেন্ট্রিফিউজ যন্ত্র রয়েছে তার সমৃদ্ধ করার ক্ষমতা প্রতি বছর ১ এসডাব্লিউইউ। তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম গ্যাস ব্যবহার করে বর্তমানে আইআর-৮ সেন্ট্রিফিউজ যন্ত্রের পরীক্ষা চলছে।
সূত্র : ওয়েবসাইট

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …