ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। অভিনয় আর রূপের জাদুতে মুগ্ধ করেছেন দর্শকদের। বর্তমানে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাজল।
তবে এবার নতুন খবর হলো, হায়দরাবাদ টাইমস আয়োজিত অনলাইন ভোটে কাঙ্ক্ষিত নারী ২০১৬ নির্বাচিত হয়েছেন ভারতের এই দক্ষিণী অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমি আমার ভক্ত ও যারা আমাকে ভোট দিয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ২০০৭ সাল থেকে আমি অভিনয় করছি। শুরু থেকে এখন পর্যন্ত সত্যি অনেক পরিশ্রম করে যাচ্ছি। যতবার আমি এই ধরণের স্বীকৃতি পেয়েছি ততবার ধন্য হয়েছি। আর আমি আশা করি আমার ভক্তরা সবসময় আমার সাথে থাকবে।’
কাজল নিজেকে কাঙ্ক্ষিত নারী মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘কাঙ্ক্ষিত শব্দটি আমি ইতিবাচকভাবে দেখি। তাই যারা আন্তরিক, সৎ, পরিশ্রমী ও মনোমুগ্ধকারী তারাই কাঙ্ক্ষিত। আমিও প্রাকৃতিকভাবেই ইতিবাচক মনের একজন মানুষ। যার কারণে সবাই হয়তো আমাকে ভালোবাসেন।’