মিস্টার পারফেকশনিস্ট বলে কথা। তাই সব সময়ই একটু অন্যরকমভাবে চলেন তিনি। তাই তাঁর সিনেমা থেকে পোশাক, কিংবা সাকসেস পার্টি, সবকিছুতেই থাকে অভিনবত্বের ছোঁয়া।
থ্রি ইডিয়টস হোক কিংবা পিকে কিংবা হালফিলের দঙ্গল, একের পর এক ব্লক বাস্টার দিয়ে বলিউডি সিনেমার মানকে আরও উন্নত করছেন আমির খান। আর এবার দঙ্গল-এর অভাবনীয় সফল্যের পর, সাকসেস পার্টিতে দেখা গেল আমির খান, রেখা, শহিদ কাপুর, মীরা সহ বলিউডের একাধিক তারকা। আমির খান উপস্থিত হয়ে এবার কিন্তু সবাইকে চমকে দিলেন। কিরণ রাওকে কাছে পেয়েই উষ্ণ আলিঙনে জড়িয়ে নেন। প্রকাশ্যেই সবার সামনে চুম্বন করেন। এটা আমির খানের আবেগের বহিঃপ্রকাশ। তবে বলিউড বলে কথা। এখানে ওসবকে কেউ আলাদা চোখে তো দেখে না।