বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্যেশে বলেছেন, ক্ষমতার দাপট দেখাবেন না। কারন ক্ষমতা বেশি দিন থাকেনা। জনগনের সাথে ভাল ব্যবহার করতে হবে। তিনি শনিবার সকালে দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম,চন্দনাইশ-সাতকানিয়া আসনের জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বেগম ওয়াসিকা আয়েশা খান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্ত যুগ্ন সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান,সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের, সাতকানিয়া আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালেব সি আইপি, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী,সহ-সভাপতি এডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকী,যুগ্ন সম্পাদক হোসেন কবির,হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাাপতি সাইফুল আলম সোহেল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু,উত্তর সাতকানিয়া যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিস, সাধারণ সম্পাদক মো. ওসমান আলী ছাড়াও আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারে আওয়ামীলীগের প্রতিনিধি সভায় যোগদানের লক্ষে ওবায়দুল কাদের শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে কক্সবাজাারে যাওয়ার প্রক্কালে পটিয়ায় আওয়ামীলীগের জনসভায় বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন চন্দনাইশ,সাতকানিয়া ও লোহাগাড়ায়ও।