গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন
প্রতীক বরাদ্ধ পেয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী
প্রচারনা চালানোর অঙ্গিকার প্রার্থীদের
॥ গুইমারা সংবাদদাতা ॥ আগামী ৬মার্চ অনুষ্ঠিতব্য খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে। সকালে গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী রির্টানিং অফিসার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান প্রার্থীদের মাঝে তাদের পছন্দের প্রতীক তুলে দেয়। প্রথম বারের মত দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেমং মারমা, ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ নুরুন্নবী ও ঝর্ণা ত্রিপুরা নৌকা প্রতীক, বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউচুপ, ভাইস চেয়ারম্যান পূর্ন্য কান্তি ত্রিপুরা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলাউচিং মারমা ধানের শীর্ষ প্রতীকে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উশ্যেপ্রু মারমা, আনারস প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মিল্টন চাকমা চশমা, থোয়াইঅংগ্য চৌধুরী টিউবওয়েল প্রতীক বরাদ্ধ পান। প্রতীয় পেয়ে ৩ চেয়ারম্যান প্রার্থী, ৪ ভাইস চেয়ারম্যান ও ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী প্রচারনা চালানোর অঙ্গিকার ব্যক্ত করেন।
এর আগে গত ১৭ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে দুই চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।