গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন গভর্র্নিংবডির সভাপতি মাসুম চৈৗধুরী, সভা যৌথভাবে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তারেক জলিল ও তাহের আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান. বিশিষ্ট রাজনীতিবিদ জিলাল উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ময়নুল হক, গভর্র্নিংবডির সদস্য আলা উদ্দিন, মঈন উদ্দিন মিনু, হেলাল উদ্দিন হেলু, মজম্মিল হক, এহতেমাম আবেদীন চৌধুরী ফরহাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব সৈয়দা নাদিরা জামান, ফখরুল উদ্দিন চৌধুরী, তমিজ উদ্দিন, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, ইন্টারনেটের এই যুগে আমরা স্মার্টফোনের গেইম খেলতে খেলতে সত্যিকারের খেলা প্রায় ভুলতেই বসেছি! কিন্তু খেলাধুলা করা দেহের জন্য যেমন দরকারি তেমনি মনের সুস্থতায়ও উপকারী।
আবার অনেকের ধারনা খেলাধুলা শুধু ছোট বাচ্চাদের জন্য, কিন্তু আমাদের সুস্থভাবে থাকতে হলেও বড়দের জন্যও খেলাধুলা অনেক দরকারি।
অনেক দেশে খেলাধুলাকে কিছুকিছু রোগের চিকিৎসা হিসেবে গ্রহন করা হয়।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ।।