দু’টি মাইলফলকের সামনে মুশফিকুর

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্ট। এই প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এমন টেস্টের আগে দু’টি মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫১টি ম্যাচ খেলেছেন মুশফিকুর। উইকেটরক্ষক হিসেবে ৮১টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্পিং করেছেন তিনি। অর্থাৎ উইকেটের পেছনে তার ডিসমিসালের মোট সংখ্যা ৯২টি। হায়দ্রাবাদ টেস্টে আরও ৮টি ডিসমিসাল করতে পারলেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে একশ’ ডিসমিসালের মালিক হবেন তিনি।
এ ছাড়া ব্যাট হাতেও মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকছে মুশফিকুরের। ৫১ টেস্টের ৯৪ ইনিংসে ২৯২২ রান করেছেন তিনি। আরো ৭৮ রান করতে পারলেই চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্ট ফরম্যাটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। বাংলাদেশের হয়ে ৩ হাজার রানের মাইলফলক ইতোমধ্যে স্পর্শ করেছেন হাবিবুল বাশার, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সূত্র : বাসস

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728