শিরোনাম
প্রচ্ছদ / খাগড়াছড়ি / দূর্গম পাহাড়ী পল্লীতে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম. মশিউর রহমান

দূর্গম পাহাড়ী পল্লীতে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম. মশিউর রহমান

গুইমারাঃ-খাগড়াছড়ি’র নবসৃষ্ট গুইমারা উপজেলার প্রত্যান্ত সিন্দুকছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ী অঞ্চল ডেবলছড়ি মুখপাড়া। চাকমা, মারমা, ত্রিপুরা মিলে অবহেলিত এ জনপদে রয়েছে প্রায় আড়াই হাজার লোকের বসতি। জনশ্রুতি আছে অতি দূর্গম হওয়ায় অদ্যবধি এই জনপদে উপজেলা
প্রশাসনের কোন কর্মকর্তার পা পড়েনি। এখানে শিক্ষার হার অতিথি নগন্য। তাই পিছিয়ে পড়া জনগোষ্টিকে এগিয়ে নিতে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানের নিরন্তন প্রচেষ্টা। রবিবার দুপুরে পায়ে হেটে পাহাড়িয়া উচু নিছু পাহাড় অতিক্রম করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে স্থানীয়রা অনেকটা উচ্ছাসিত হয়ে পড়ে। ডেবলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেনী কার্যক্রম পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের শিক্ষকের ভুমিকায় অবতীর্ণ করে নিজেই ছাত্র বনে যান। এসময় কৃর্তী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, উপজেলা প্রেস ক্লাব গুইমারা’র উপদেষ্টা মুহাম্মদ আবদুল আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, ইউপি সদস্যগণ ও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …